ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর হেলথ প্রমোশন এন্ড এডুকেশন (আইইউএইচপিই) সাউথ ইষ্ট এশিয়া রিজিওনাল ব্যুরোর অধীনে বাংলাদেশ চ্যাপটারে বাংলাদেশ ন্যাশনাল ভলেন্টারী সোসাইটি (বিএনভিএস) Ñ একটি জাতীয়, বেসরকারী, অরাজনৈতিক, অলাভজনক প্রতিষ্ঠান যাহা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চিকিৎসা এবং স্বাস্থ্য সুবিধা বঞ্চিত লোকদের স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এটি ১৯৯৫ সালে কিছু নিষ্ঠাবান ও নিঃস্বার্থ সদস্যদের দ্বারা সমাজের কিছু সার্বজনীন সুবিধা ও সুস্থ জীবনধারণ নিশ্চিত করনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।
বিএনভিএস এর সাফল্যের ধারাবাহিকতায় বিশ্বের উন্নত দেশের ন্যায় বাংলাদেশে এই প্রথম হেলথ কার্ডের মাধ্যমে সকল শ্রেণীর মানুষকে স্বাস্থ্য সেবার আওতায় আনার জন্য দেশে এবং দেশের বাহিরে উন্নত স্বাস্থ্য সুবিধা দেওয়ার লক্ষ্যে BNVS Healthcare Ltd. একটি ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। ২০০৬ সালের জুন মাসে জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে দেশীয় ও আন্তর্জাতিক মানের স্বাস্থ্য সেবা কার্ড প্রকল্প চালু হয়। ইহা দেশে / বিদেশের স্বনামধন্য হাসপাতাল / ক্লিনিক / ডায়াগনষ্টিক স্টোর / ডাক্তার সহযোগী করে কর্ম তৎপরতা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি দেশের স্বনামধন্য বীমা কোম্পানীর সহযোগীতায় কার্ডের সাথে স্বাস্থ্য বীমা সংযুক্ত করে সর্বশ্রেনীর মানুষের স্বল্প ব্যয়ে চিকিৎসাসেবা নিশ্চিতকরণে আরেকধাপ এগিAbout BNVS Healtecareয়ে গিয়েছে।

